ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ৭:২৩ পূর্বাহ্ন

রূপালী ব্যাংক সহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে রূপালী ব্যাংক পিএলসি।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২  টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক পিএলসির দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৯.৮৯ শতাংশ।

এশিয়াটিক ল্যাবরেটরিজ ৪ টাকা ৬০ পয়সা বা ৭.৮২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে টেকনো ড্রাগ ৬.৪১ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইল ৫.০৪ শতাংশ, ইসলামী ব্যাংক ৪.৩৭ শতাংশ, ক্রাউন সিমেন্ট ৪.১৪ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্ট ৪.০৩ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট ৪.০১ শতাংশ ও সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৯৬ শতাংশ দর বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন