ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

প্রাইম ফাইন্যান্স সহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১৯৯টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড । এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ৮০ পয়সা লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড । আজ কোম্পানিটির দর  ৫.৫৬ শতাংশ কমেছে।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তমিজ উদ্দিন টেক্সটাইল ৫.৩৩ শতাংশ, মুন্নু ফেব্রিক্স ৫.২৬ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংক ৪.৭৬ শতাংশ, ডমিনেজ স্টিল ৪.১৮ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৪.১৫ শতাংশ, ন্যাশনাল হাউজিং ৪.০৭ শতাংশ ও ওয়াটা কেমিক্যালের ৩.৯৪ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন