ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন

ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস সামিয়া মোমো, নরসিংদীতে আনন্দের ঢেউ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন নরসিংদীর মেয়ে সামিয়া মাসুদ মোমো। তিন দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত এই নির্বাচনে তার বিজয় শিক্ষার্থীদের মধ্যে যেমন উচ্ছ্বাস ছড়িয়েছে, তেমনি নরসিংদী জেলাজুড়ে বইছে আনন্দের হাওয়া।

হলে উচ্ছ্বাস, গানে ভরে উঠল করিডোর

ফলাফল ঘোষণার মুহূর্তেই শামসুন্নাহার হল রূপ নেয় উৎসবের আসরে। সহপাঠীরা ফুল দিয়ে মোমোকে শুভেচ্ছা জানান, কেউ আবার কণ্ঠ মিলিয়ে গান ধরেন। শিক্ষার্থীদের মতে, তার সহজ-সরল আচরণ, সংগঠনের প্রতি নিষ্ঠা এবং সবসময় পাশে থাকার মনোভাবই তাকে জয়ের পথে নিয়ে গেছে।

পরিবারের গর্ব, এলাকার গর্ব

খবর পৌঁছাতেই নরসিংদীতে মোমোর বাড়িতে শুরু হয় অভিনন্দনের ঢল। বাবা-মায়ের চোখে জল, তবে সেটা খুশির। আত্মীয়-স্বজন থেকে শুরু করে প্রতিবেশী সবাই নিজেদের মেয়ে দেশের অন্যতম বড় শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে পৌঁছেছে বলে গর্ববোধ করছেন।

নির্বাচনের সার্বিক চিত্র

ডাকসু নির্বাচন দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে আসে। কোথাও কোথাও অনিয়মের অভিযোগ থাকলেও বেশিরভাগ হলে পরিবেশ ছিল শান্তিপূর্ণ। বিশেষ করে শামসুন্নাহার হলে সামিয়া মোমোর জয় শিক্ষার্থীদের আস্থা ও ঐক্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

সামনের প্রত্যাশা

সামিয়াকে ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা আশা করছেন, তার নেতৃত্বে শামসুন্নাহার হল হবে আরও শিক্ষার্থীবান্ধব, যেখানে সমস্যা সমাধান হবে কথায় নয়, কাজে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ