ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

ফারইস্ট ফাইন্যান্স সহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২৬টি বা ৩২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ফারইস্ট ফাইন্যান্স লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২০ শতাংশ কমে ১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ১৪.২৯ শতাংশ দর কমে সর্বশেষ ২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২ টাকা ৮০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের ১৩.৩৩ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিএসপি ফিন্যান্সের ১১.৪৩ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১১.১১ শতাংশ,এইচ.আর টেক্সটাইলের ১০.৮৬ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৭.৮৮ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৭.৬৯ শতাংশ, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ৭.৫৩ শতাংশ ও বিকন ফার্মার ৭.২১ শতাংশ দর কমেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন