ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ন

ইনটেক সহ সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪৩টি বা ৬২ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ইনটেক লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬০.৬৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৮ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ৪৫ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের  দর  ২৬.৯৭ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ৫১ টাকা ৯০ পয়সা ছিল ; যা গত সপ্তাহে ৬৫  টাকা ৯০ পয়সা দাঁড়িয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা বিডিকম অনলাইন ২৫.১০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগারের ২২.৮৩ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ২২.৩৫ শতাংশ, জেনারেশন নেক্সটের ২০ শতাংশ, বে-লিজিংয়ের ২০ শতাংশ, আমরা টেকের ১৯.৮৫ শতাংশ,বিবিএস কেবলসের ১৮.৯৭ শতাংশ ও খান ব্রাদার্সের ১৮.৩৬ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন