পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসির একজন পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সিটি ব্যাংক পিএলসির পরিচালক হোসাইন খালেদ ২লাখ ২৫ হাজার শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে বর্তমান বাজার মূল্যে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনবেন কোম্পানিটির এই উদ্যোক্তা।
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তাদের হাতে ৩০.৩৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২.৪৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৬.৬৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪০.৫১ শতাংশ শেয়ার রয়েছে।