ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

A4 কাগজ রূপান্তরকারী মেশিন কিনবে সোনালী পেপার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপারের পরিচালনা পর্ষদ তাদের উৎপাদন বাড়াতে A4 কাগজ রূপান্তরকারী (অটো কাটিং অ্যান্ড র‌্যাপিং) মেশিন কিনবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এটা হবে কোম্পানিটির কাগজ উৎপাদনের তৃতীয় ইউনিট। আগে থেকে কোম্পানিটির দুইটি ইউনিট বিদ্যামান রয়েছে।

কোম্পানিটি আশা করছে, এই কৌশলগত বিনিয়োগের ফলে তারা দেশব্যাপী A4 কাগজের চাহিদা মেটাতে সক্ষম হবে। A4 কাগজ এবং প্যাকেজিং খাতে কোম্পানিটির প্রতিযোগিতা শক্তিশালী হবে।

কোম্পানিটির পর্ষদ বিশ্বাস করে যে এই অধিগ্রহণ কোম্পানির দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্যের সাথে সামজ্ঞস্যপূর্ণ এবং এর কর্মক্ষমতা শেয়ারহোল্ডারদের মূল্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন