ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ৮:২৩ পূর্বাহ্ন

আরেকটি পতনের সপ্তাহ পার করল পুঁজিবাজার

আগের সপ্তাহের মতো আরও একটি পতনের সপ্তাহ পার করল বিনিয়োগকারীরা। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩ হাজার ৪৪৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৬৪৫ কোটি ৫০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১৯৯ কোটি ৫৫ লাখ  টাকার লেনদেন কমেছে।


এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫৭ দশমিক ৮২ পয়েন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ কমে ৫ হাজার ৩৫০ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৩.৮৮ পয়েন্ট কমে ২ হাজার ৭৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২৩টির এবং অপরবর্তিত রয়েছে ২৭৪টির।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি ৩ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল  ৭ লাখ ১৫ হাজার ৭৯ কোটি টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে  দশমিক ৪৭ শতাংশ বা ৩ হাজার ৩৯৬ কোটি ১৮ লাখ টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন