দুবাইয়ে এক ভারতীয় প্রবাসী ছাত্র অবিশ্বাস্য ভাগ্যের ছোঁয়ায় কোটি টাকা জিতেছেন। তার বয়স মাত্র ১৮ বছর।
তিনি দুবাই ডিউটি-ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার ড্র-তে জিতেছেন ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার ২০০ টাকা।

ছাত্রটির নাম ওয়েইন ন্যাশ ডি সুজা। তিনি মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজ ৫১০-এর বিজয়ী। তার টিকিট নম্বর ছিল ৪৪৬৩।
ওয়েইন ২৬ জুলাই এই টিকিট কিনেছিলেন। তখন তিনি পরিবারের সঙ্গে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস যাচ্ছিলেন। টিকিটটি কেনা হয়েছিল দুবাই বিমানবন্দরের কনকোর্স এ থেকে।
এখন তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানে তিনি ইউনিভার্সিটি অব ইলিনয় আর্বানা-শ্যাম্পেইনে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়বেন।

লস অ্যাঞ্জেলেস থেকে ফোনে তিনি বলেন, “ধন্যবাদ দুবাই ডিউটি-ফ্রি। আমি এই টাকা ভালো কাজে ব্যবহার করব।”
ওয়েইনের পরিকল্পনা হচ্ছে, এই টাকা তার নিজের পড়াশোনায় এবং বোনের পড়াশোনায় ব্যয় হবে। এছাড়া কিছু টাকা দুবাইয়ে সম্পত্তি কেনা বা বিনিয়োগে রাখা হবে।
ওয়েইনের পরিবার মূলত ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। তিনি ভ্রমণপ্রেমী। পরিবারসহ বছরে তিন-চারবার ভ্রমণে যান। তারা নিয়মিত এই মিলিয়নিয়ার প্রমোশনে অংশ নেন এবং টিকিট কেনেন।
১৯৯৯ সালে এই ড্র শুরুর পর থেকে ওয়েইন হলেন ২৫৫তম ভারতীয় যিনি এক মিলিয়ন ডলারের পুরস্কার জিতলেন। ভারতীয়রাই সবচেয়ে বেশি এই ড্র-তে জয়ী হয়েছেন।
এছাড়া, আল আইন শহরের ৫৫ বছর বয়সী এমিরাতি মানসুর আল হাশেমিও পুরস্কার জিতেছেন। তিনি মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজ ৫১১-তে জয়ী। তার টিকিট নম্বর ছিল ০৫৪৮। তিনি ২৭ জুলাই কনকোর্স বি থেকে টিকিট কিনেছিলেন, যখন তিনি বাহরাইনের পথে ছিলেন।
সূত্র : দ্য সিয়াসত ডেইলি


















