জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে মঙ্গলবার, ১২ই আগস্ট, ২০২৫ এ এএইচজেড এর প্রি-ডিপারচার ইভেন্ট রাজধানীর গুলশানে অবস্থিত শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
ইউকে তে উচ্চশিক্ষার জন্য যারা পাড়ি জমাচ্ছে সেই সকল শিক্ষার্থীদের নিয়ে উক্ত আয়োজনে ছিল, শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবার পরিজনরাও। প্রায় এক হাজারেরও বেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে, অনুষ্ঠানে যোগ হয় এক ভিন্ন মাত্রা।
অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন জনাব ওয়াহিদ জামান (কান্ট্রি ম্যানেজার অফ বাংলাদেশ) এবং জনাব মাহফুজ কুশল (রিজিওনাল মার্কেটিং হেড)। এর পাশাপাশি ঢাকা ব্রাঞ্চের কাউন্সিলর এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং অনুষ্ঠান শেষে শিক্ষার্থীর মধ্যে বিশেষ উপহারসামগ্রী ও আইস ব্রেকিং সেশন এর আয়োজন করা হয় যেখানে সৌভাগ্যবান শিক্ষার্থীরা বিভিন্ন আকর্ষণীয় গিফট গ্রহণ করেন।
 
ব্যতিক্রমী এই অনুষ্ঠান প্রতি বছরই শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় যারা যুক্তরাজ্যে তাদের উচ্চশিক্ষার জন্য এএইচজেড এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রি’তে ইউকের স্বনামধন্য ইউনিভার্সিটি গুলোতে তাদের এডমিশন কনফার্ম করেছে।
এই প্রি-ডিপারচার ইভেন্টটি শিক্ষার্থীদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সজ্জিত করা হয়েছিল। ভ্রমণের টিপস এবং আগমন নির্দেশিকা থেকে শুরু সকল ধরনের নির্দেশনা দেয়া হয়েছিলো যা শিক্ষার্থীরদের জীবনের এই নতুন অধ্যায় শুরুর জন্য আত্মবিশ্বাসের যোগান দিয়েছে।
এএইচজেড পরিবার উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং তাদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। সেই সাথে উচ্চশিক্ষার প্রতি তাদের প্রতিশ্রুতি এবং বিশ্বাসের জন্য গভীরভাবে কৃতজ্ঞ।
গোলাম মর্তুজা, সি.ই.ও., এ.এইচ.জেড অ্যাসোসিয়েটস, লন্ডন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে উপস্থিত শিক্ষার্থীদের ধন্যবাদ, ও শুভেচ্ছা জানান।


 
 
                            














