ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১:২১ পূর্বাহ্ন

শেয়ার গ্রহণ করবেন এনসিসি ব্যাংকের পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক পিএলসির  পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির পরিচালক সৈয়দ আসিফ নিজামুদ্দিন তার মা মনোয়ারা মহসিনের (কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার) নামে থাকা ৭ লাখ শেয়ার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে এই শেয়ার গ্রহণ করবেন তিনি।

উল্লেখ্য, এনসিসি ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪১.৪৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪.৮৫ শতাংশ, বিদেশিদের কাছে দশমিক ০.০৩ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৩.৬৯ শতাংশ শেয়ার আছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন