ঢাকা, শনিবার, ৯ অগাস্ট ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন

তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে ফেনী সাংবাদিক ইউনিয়ন।

শনিবার (৯ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা সকল সাংবাদিক হত্যাকাণ্ড ও হামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।

তারা বলেন, সাংবাদিক হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন জরুরি। পাশাপাশি নিহত সাংবাদিকের পরিবারকে অন্তত পাঁচ থেকে দশ কোটি টাকা আর্থিক অনুদান প্রদানেরও জোর দাবি জানানো হয়, যাতে অসহায় পরিবারটি সহায়তা পায়।

ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও আজাদ মালদার,

এবি পার্টির নেতা ইঞ্জিনিয়ার শাহ আলম, মফস্বল সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি সাঈদ খান, দাগনভুইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নিউজ ২৪-এর প্রতিনিধি সৈয়দ ইয়াসিন সুমন, কালের কণ্ঠের প্রতিনিধি কামরুল হাসান লিটন, ফটোজার্নালিস্ট ফোরামের সাবেক সভাপতি এমরান পাটোয়ারি প্রমুখ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ