৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ শনিবার ০৯/০৮/২০২৫ তারিখে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডেল্টা হাসপাতাল লিমিটেডের ইমার্জেন্সি বিভাগে “মেডিসিন ক্লাব, ডেল্টা মেডিকেল কলেজ ইউনিট” এর সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ব্লাড গ্রুপিং প্রোগ্রামের আয়োজন করা হয়।
উক্ত প্রোগ্রাম উদ্বোধন করেন ডেল্টা হাসপাতাল লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব নূরুল হুদা।
এছাড়াও উপস্থিত ছিলেন ডেল্টা মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল জনাব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. দীপক কুমার পাল চৌধুরী,

ডেল্টা হাসপাতাল পরিচালক ডাঃ এ কে এম খায়রুল আনাম চৌধুরী,প্রধান অর্থ কর্মকর্তা জনাব আব্দুল জলিল মিয়া FCMA,
প্যাথলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মুনির হাসান,
ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জেসমিন সুলতানা সৌমি এবং মেডিকেল কলেজ এর শিক্ষার্থী ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
উক্ত প্রোগ্রামে নবাগত ব্যাচের সবাইকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করনসহ যারা রক্ত প্রদান করেছেন তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ওজন, রক্তচাপ ও অন্যান্য বিষয় পরিক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করা হয়।
রক্ত দিন, জীবন বাঁচান। মানবতার পক্ষে থাকুন।
ডেলটা হাসপাতাল লিমিটেড কৃতজ্ঞ সকল স্বেচ্ছাসেবী রক্তদাতাদের প্রতি।
