ঢাকা, শনিবার, ৯ অগাস্ট ২০২৫, ২:৫১ অপরাহ্ন

এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড সহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২৭টি বা  ৫৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১০.২৩ শতাংশ কমে ৭  টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৮ টাকা ৮০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯.০৫ শতাংশ দর কমে সর্বশেষ ৩৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৩ টাকা ১০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের ৮.৯৯ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার কেমিক্যালের ৮.৬৮ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৮.৫৬ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৮.৪২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮.১১ শতাংশ, সিটি ব্যাংকের ৭.৩৬ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৭.১৭ শতাংশ ও ঢাকা ব্যাংকের ৭.০৯ শতাংশ দর কমেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন