ইসরায়েলের গাজা উপত্যকা দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও ইরাক। শুক্রবার (৮ আগস্ট) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অবরুদ্ধ গাজা দখলের সিদ্ধান্তকে ‘সবচেয়ে কঠোর ভাষায়’ নিন্দা করছে রিয়াদ।
বিবৃতিতে অভিযোগ করা হয়, গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা, নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক মহল ইতিমধ্যে ইসরায়েলের এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে বলে উল্লেখ করা হয়।

এদিকে ইসরায়েলের পরিকল্পনার সমালোচনা করে পৃথক বিবৃতি দিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, গাজায় নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধার নীতি, বাস্তুচ্যুত করা এবং গণহত্যার মতো কর্মকাণ্ড যুদ্ধাপরাধের শামিল, যার জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে এসব লঙ্ঘন অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে দেশটি।
