পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস সম্পদ (জমি, বিল্ডিং এবং অন্যান্য) পুর্নমূল্যায়ন করেছে। বুধবার (৬ আগস্ট) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সম্পদ পুর্নমূল্যায়নের বিষয়টি অনুমোদন করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির সম্পদ পুর্ন মূল্যায়ন করেছে মো. মুশফিকুর রহমান, এফসিএ, ম্যানেজিং পার্টনার, মোল্লা কাদির ইউসুফ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টটেন্টস।
স্ট্যান্ডার্ড সিরামিক ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সম্পদ পুর্নমূল্যায়ন করেছে।
কোম্পানিটি জানায়, ৩০ জুন,২০২৪ সমাপ্ত সময়ে জমির বুক ভ্যালু ছিল ৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার ৬০১ টাকা। সম্পদ পুর্নমূল্যায়নের পর এই জমির মূল্য দাঁড়িয়েছে ১৭০ কোটি ৬১ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ এই জমির উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১৬৭ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার ৮৯৯ টাকা।

৩০ জুন,২০২৪ সমাপ্ত সময়ে কারখানার ভবন ও অন্যান্য নির্মাণাধীন ভবনের বুক ভ্যালু ছিল ২ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ১৯ টাকা। কারখানার ভবন পুর্নমূল্যায়নের পর মূল্য দাঁড়িয়েছে ৪ কোটি ৮৫ লাখ ২২ হাজার ৮৭৭ টাকা। এসব পুর্নমূল্যায়নের পর উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ১৬৯ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৭৫৭ টাকা।