ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

ষড়যন্ত্রমূলক বৈঠকের অভিযোগ মেজর সাদেকের স্ত্রী গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ষড়যন্ত্রমূলক’ বৈঠকের অভিযোগে সেনা হেফাজতে নেয়া মেজর সাদেকুল হক সাদেকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে।

বুধবার (৬ আগস্ট) রাত সোয়া ৮ টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যাসেজ দিয়ে নিশ্চিত করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৮ জুলাই বসুন্ধরা এলাকায় কে বি কনভেনশন হলে একটা বৈঠক নিয়ে আমাদের কাছে তথ্য ছিল। কনভেনশন হলটি শামীমা নাসরিন শম্পা নামে একজন ব্যক্তি ভাড়া নেন। সে সময় তিনি বিদেশে লোক পাঠানোর কথা বলে একটা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছিলেন।

যেখানে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ লোকজনকে নিয়ে যাওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে গত ১৩ জুলাই ভাটারা থানায় একটি মামলা করা হয়। পরে মামলার তদন্তভার ডিবিতে ন্যস্ত হয়। ডিবি ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে এরই মধ্যে ২২ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আহাদুজ্জামান মোল্লার স্ত্রী শামীমা নাসরিন শম্পা ও বরগুনার সোহেল রানাকে ডিবি দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেয়া তথ্যানুযায়ি ডিবি সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সুমাইয়া জাফরিন কলেজ জীবনে ছাত্রলীগ করতেন। তার গ্রামের বাড়ি যশোরের শার্শায়। তার বাবা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর হারুন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ