পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নিম্ন দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা রুস্তম বাজার এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৪ জন। বৃহস্পতিবার (৭ আগস্ট) উপ-পুলিশ সুপার (ডিএসপি) ইমরান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের।
ডিএসপি ইমরান উল্লাহ জানিয়েছেন, আহতদের মধ্যে পুলিশের দুইজন কর্মকর্তাও আছেন। আহতদের ওয়ানার জেলা সদরদপ্তর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং একটি তল্লাশি অভিযান চালানো হচ্ছে।’ কী ধরনের বোমা ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে ডন পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর একদিন আগেই খাইবার পাখতুনখোয়ার কারাকের গারাগ্রি এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় হামলাকারীরা। এতে ফ্রন্টিয়ার কর্প্সের তিনজন সদস্য নিহত হন।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই এসব হামলা বেশি হচ্ছে।
