ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনায় আইএসও সনদ পেল আইএফআইসি ব্যাংক

আইএফআইসি ব্যাংক পিএলসি আন্তর্জাতিক মানদন্ড ISO/IES 27001:2022 সনদ অর্জন করেছে। গ্রাহকদের তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানদন্ডে বিভিন্ন শর্তাদি ও চাহিদা পূরণ করায় সার্টিফিকেশন সংস্থা ব্যুরো ভেরিটাস এই সনদ প্রদান করেছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ আগস্ট) পুরানা পল্টনস্থ আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার কাছে ব্যুরো ভেরিটাসের কান্ট্রি ম্যানেজার সোহেল আজাদ এই সনদটি হস্তান্তর করেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিতুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, কে.এ.আর.এম. মোস্তফা কামাল, সিএফও দিলিপ কুমার মন্ডল, হেড অব ট্রেজারি মোহাম্মদ শাহিন উদ্দিন, হেড অব আইটি নাজমুল হক তালুকদার, ব্যুরো ভেরিটাসের অপারেশন ম্যানেজার মুকুট কে বড়ুয়া, রিজিওন্যাল সেলস্ ম্যানেজার কেবিএম তারেক সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

এই অর্জন, আইএফআইসি ব্যাংকের গ্রাহকদের তথ্য সুরক্ষা নীতি বাস্তবায়ন এবং দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল পরিবেশে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করার প্রতিফলন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ