ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ৪:২৬ অপরাহ্ন

চায়না থেকে জাহাজ অধিগ্রহণ করবে বিএসসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন চায়না থেকে দুইটি নতুন জাহাজ অধিগ্রহণ করবে।

বুধবার (৬ আগস্ট) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় জাহাজ অধিগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়,  কোম্পানিটি নিজস্ব তহবিল থেকে ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে চায়না থেকে জাহাজ অধিগ্রহণ করবে। কোম্পানিটি জাহাজ অধিগ্রহণের বিষয়ে দরপত্র মূল্যায়ন কমিটির প্রতিবেদন অনুমোদন করেছে।

অধিগ্রহণের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সামনে উপস্থাপন করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন