ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ২:২০ অপরাহ্ন

কঠোর নিরাপত্তায় শুরু সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক

দ্বিতীয়বারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সকাল ৯টা ২৫ মিনিটে তিনি প্রেস ক্লাবসংলগ্ন ৫ নম্বর গেট দিয়ে সচিবালয়ে ঢোকেন।

ড. ইউনূসের আগমনকে কেন্দ্র করে গোটা সচিবালয়জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে নতুন নির্মিত এক নম্বর ভবনকে ঘিরে গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। সড়কে প্রবেশ নিয়ন্ত্রণে আর্চওয়ে স্থাপন, সোয়াত সদস্যের মোতায়েন, এবং একমাত্র এক নম্বর গেট দিয়ে যান চলাচলের অনুমতি—সব মিলিয়ে সচিবালয়ে ছিল টানটান সতর্কতা।

সকাল সাড়ে ১০টার দিকে এক নম্বর ভবনের ৫ তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়, যার সভাপতিত্ব করেন ড. ইউনূস। অন্যান্য উপদেষ্টারাও এতে অংশ নেন।

সচিবালয়ে প্রবেশাধিকার ছিল শুধুমাত্র স্টিকারযুক্ত যানবাহন ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য। সাংবাদিকদের পর্যন্ত সকাল ১১টা পর্যন্ত ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনে প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন ড. ইউনূস। তবে নতুন এক নম্বর ভবনে এটাই উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক।

সরকার পতনের পর যমুনা রেসিডেন্স থেকে পরিচালিত অন্তর্বর্তীকালীন সরকারের শুরুতে সেখানেই নিয়মিত বৈঠক হতো। প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্কারের পর সেটিই এখন প্রধান উপদেষ্টার মূল কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বৈঠক শেষে ড. ইউনূস জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসতে পারেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ