পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেনের শেয়ার দর গত ২১ কর্মদিবসের ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে ৬ আগস্ট চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জিকিউ বলপেনের শেয়ার দর গত ৭ জুলাই থেকে ৬ আগস্ট পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ১৬৯ টাকা ১০ পয়সা থেকে ২৪১ টাকা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ৭১ টাকা ৯০ পয়সা বা ৪৩ শতাংশ বেড়েছে।
কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।