পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট পিএলসি জরুরি আর্থিক চাহিদা মেটাতে তাদের সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড- এর শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১৪০ কোটি ৯৭ লাখ ৫১ হাজার টাকায় সহযোগী প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করবে।
সোমবার (০৪ আগস্ট) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কনফিডেন্স সিমেন্টের সম্পূর্ণ অংশীদারি কনফিডেন্স গ্রুপের আরেকটি সহযোগী কোম্পানি কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস-এর কাছে বিক্রি বা হস্তান্তর করা হবে। কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস একটি লাভজনক কোম্পানি, যার অধীনে বগুড়া, রংপুর এবং চট্টগ্রামে চারটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যেগুলোর মোট উৎপাদন ক্ষমতা ৩৯৩.৬ মেগাওয়াট।
