ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৩:০৫ অপরাহ্ন

সহযোগী প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট পিএলসি জরুরি আর্থিক চাহিদা মেটাতে তাদের সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড- এর শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১৪০ কোটি ৯৭ লাখ ৫১ হাজার টাকায় সহযোগী প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করবে।

সোমবার (০৪ আগস্ট) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কনফিডেন্স সিমেন্টের  সম্পূর্ণ অংশীদারি কনফিডেন্স গ্রুপের আরেকটি সহযোগী কোম্পানি কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস-এর কাছে বিক্রি বা হস্তান্তর করা হবে। কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস একটি লাভজনক কোম্পানি, যার অধীনে বগুড়া, রংপুর এবং চট্টগ্রামে চারটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যেগুলোর মোট উৎপাদন ক্ষমতা ৩৯৩.৬ মেগাওয়াট।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ