মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫ বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে অবস্থিত নিলুফার হাইটস টাওয়ারের ৩য় তলায় ০২ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলনটি দুটি ভাগে অনুষ্ঠিত হয়। রিটেইল ডিস্ট্রিবিউশন, কার্ডস, আইডি-এনআরবি সকালের বিভাগে এবং ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই ও ট্রেজারি বিভাগের কর্মকর্তারা বিকেলের বিভাগে অংশগ্রহণ করেন।
ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মোঃ জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিটসমূহের প্রধানগণ, শাখা ও উপ-শাখার ব্যবস্থাপকগণ উক্ত ব্যবসা সম্মেলনে উপস্থিত ছিলেন।
ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আহসান খান চৌধুরী সম্মেলনের বিকেলের বিভাগে অংশগ্রহণ করেন এবং একটি প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) দিদারুল ইসলাম ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি উপস্থাপন করেন।
সকালের বিভাগে ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোঃ রাশেদ আখতার, এরিয়া হেডগণ, ক্লাস্টার হেডগণ, শাখা ও উপ-শাখার ব্যবস্থাপকগণ, এজেন্ট ব্যাংকিং, কার্ডস, ব্রাঞ্চ এসএমই, জনসংযোগ বিভাগের প্রধানগণ বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। আইডি ও এনআরবি বিভাগের নির্বাহীগণ ব্যাংকের সংশ্লিষ্ট ব্যবসার তথ্য-উপাত্ত সম্মেলনে উপস্থাপন করেন। সভায় ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন, কার্ডস, আইডি ও এনআরবি বিভাগের ২০২৫ সালের প্রথমার্ধে অর্জিত ব্যবসা মূল্যায়ন করা হয় এবং বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে আলোচনা করা হয়।

বিকালের বিভাগে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ জাভেদ তারেক খান, ইউনিট প্রধানগণ, সকল রিলেশনশিপ ম্যানেজারগণ, এসএমই ও ট্রেজারি বিভাগের প্রধানগণ তাদের সংশ্লিষ্ট বিভাগের তথ্য উপস্থাপন করেন। সম্মেলনে ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট, এসএমই, এনআরবি ও ট্রেজারি বিভাগের ২০২৫ সালের প্রথমার্ধের ব্যবসা মূল্যায়ন এবং বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে আলোচনা করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক সকলকে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে চলা, সম্পদের গুণগত মান বজায় রাখা, নন-পারফর্মিং ঋণ আদায় নিশ্চিত করা এবং শেয়ারহোল্ডারদের বিনিয়োগের রিটার্ন নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের আর্থিক লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করার আহ্বান জানান।
সম্মেলনের শেষে বিভিন্ন বিভাগে বিশেষ অবদানের জন্য বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করা হয়।
