জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীতে ‘বিজয় র্যালি’ বের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় র্যালিটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে। র্যালিটি নাইটেঙ্গেল মোড়, পুরানা পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে বলে জানা গেছে।

র্যালিতে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ইউনিটের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও এসেছেন অনেকে। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার শোভা পাচ্ছে।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘তারেক রহমান বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে’, ‘সবার আগে-বাংলাদেশ’, ‘মা মাটি ডাকছে-তারেক রহমান আসছে’, ‘সাইদ ওয়াসিম মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
এর আগে র্যালিতে যোগ দিতে দুপুর থেকেই ছোট-বড় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। তাদের মাথায় ছিল নানা রঙের ক্যাপ, হাতে জাতীয় ও দলীয় পতাকা শোভা পায়।

বিকেল ৩টার পর র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা।
বিজয় র্যালি কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। র্যালিতে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও সালাহউদ্দিন আহমদ।