ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৯:১৭ অপরাহ্ন

জাতীয় তথ্য বাতায়নে যুক্ত হলো বিএসইসির বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত ইউটিউব লিংক

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ও ইউটিউব লিংক জাতীয় তথ্য বাতায়নে (Bangladesh.gov.bd) যুক্ত করা হয়েছে। বিনিয়োগ শিক্ষার প্রসার এবং আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানে হয়েছে।

জানা গেছে, জাতীয় তথ্য বাতায়নের হোমপেজে নিচে স্ক্রল করলে ডান পাশে থাকা “সকল বাতায়ন” অপশন থেকে বিভাগ, জেলা, উপজেলা বা ইউনিয়ন পর্যায়ের ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। প্রতিটি ওয়েবসাইটের হোমপেজে নিচের দিকে ডান পাশে “বিনিয়োগ শিক্ষা কার্যক্রম” অংশে www.finlitbd.com ওয়েবসাইট এবং বিএসইসির ইউটিউব চ্যানেলের(https://www.youtube.com/@financialliteracyprogr amba6178) লিংক দেখা যাবে।

উদাহরণস্বরূপ, চট্টগ্রাম বিভাগীয় ওয়েবসাইটে (https://chattogramdiv.gov.bd/) গেলে হোমপেজের নিচে “বিনিয়োগ শিক্ষা কার্যক্রম” অংশে উক্ত লিংকগুলো পাওয়া যাবে।

বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আওতায় বিনিয়োগের প্রাথমিক ধারণা, সতর্কতামূলক বার্তা, তথ্যচিত্র ও ভিডিও কনটেন্ট সংযুক্ত করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারীরা জালিয়াতি থেকে নিরাপদ থাকতে এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়তা পাবেন বলে বিএসইসি আশা প্রকাশ করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ