ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

এমটিবিতে ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে সুইডফান্ড

বাংলাদেশে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) এবং জলবায়ু উদ্যোগে সহায়তা দিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) ২ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে সুইডফান্ড। এই দীর্ঘমেয়াদি ঋণ এমএসএমই খাতে অর্থায়ন নিশ্চিত করবে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়ক পদক্ষেপ বাস্তবায়নেও সহায়তা করবে। বুধবার (৬ আগস্ট) এক সংবাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা, বিশ্বের সর্বাধিক জনবহুল এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি দেশে দারিদ্র্য, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন জ্বালানি এবং নিরাপদ অবকাঠামোর চাহিদা এখনও রয়ে গেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়ন অর্থনৈতিক সংস্থা (ডিএফআই) হিসেবে সুইডফান্ড এ ধরনের বিনিয়োগ করছে।

সুইডফান্ড-এর চিফ অব ইনভেস্টমেন্টস মেরি আগলার্ট বলেন, “এমএসএমই খাত, বিশেষ করে নারীদের পরিচালিত ব্যবসার ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আমাদের এ বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সুইডফান্ড-এর ঋণ এমটিবি’র সারা দেশে ঋণ কার্যক্রমে ব্যবহৃত হবে। এর বড় অংশই যাবে এমএসএমই খাতে এবং এক-তৃতীয়াংশের বেশি অর্থ জলবায়ু-সংশ্লিষ্ট প্রকল্পে ব্যয় হবে—যেমন সৌর ও বায়োগ্যাসভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধিমূলক প্রকল্প।

সুইডফান্ড-এর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইনভেস্টমেন্ট ডিরেক্টর জেইন নিয়েডরা বলেন, “১৭ কোটির বেশি জনসংখ্যার বাংলাদেশে এমন বিনিয়োগ দারিদ্র্য হ্রাস ও মানব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “সুইডফান্ড-এর সঙ্গে আমাদের অংশীদারত্ব এমটিবি’র ডিএফআই অংশগ্রহণকে আরও সুদৃঢ় করবে। এই অর্থায়ন উপেক্ষিত এমএসএমই খাত এবং জলবায়ু-প্রভাবিত জনগোষ্ঠীর জন্য ইতিবাচক পরিবর্তন আনবে।”

উল্লেখ্য, এমটিবি ডিএফআই সংস্থাগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং বর্তমানে নরওয়ের নরফান্ড ব্যাংকটির সর্ববৃহৎ শেয়ারহোল্ডার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ