দেশের তরুণ প্রজন্মই সাহস ও দৃঢ়তায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে যুগ পরিবর্তনের নেতৃত্ব দিয়ে আসছে। সম্ভাবনাময় এ তরুণদের ক্ষমতায়নে ভূমিকা রাখতে বাংলালিংকের এআই প্রযুক্তিনির্ভর তারুণ্যের লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ চালু করেছে বিশেষ সব অফার ও বান্ডল। তরুণদের অদম্য প্রাণশক্তি ও জাতির ভবিষ্যৎ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার উদযাপনেই এ ক্যাম্পেইন চালু করা হয়েছে।
বর্তমান সময়ের তরুণদের পরিবর্তিত ডিজিটাল চাহিদা বিবেচনা করে গতবছর রাইজ চালু করে বাংলালিংক।
পরিবর্তন আনার ক্ষেত্রে শিক্ষার্থীদের কণ্ঠকে ঐক্যবদ্ধ করতে প্রযুক্তির ভূমিকা উপলব্ধি করে যাত্রা শুরু করে রাইজ। তরুণদের ক্ষমতায়ন এবং তাদের দক্ষ করে তোলা ও অন্তর্ভুক্তির মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে রাইজ নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সেবার পাশাপাশি অত্যাধুনিক এআই টুলস নিয়ে এসেছে, যা তরুণদের শেখার ধারা ত্বরান্বিত করতে, উৎপাদনশীলতা বৃদ্ধিতে ও সৃষ্টিশীলতা বিকাশে ভূমিকা রাখবে। এ উদ্যোগের লক্ষ্য তরুণদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় রিসোর্স দিয়ে সমৃদ্ধ করা, যেন তারা সবসময় কানেক্টেড থাকতে পারেন এবং চলার পথে অনুপ্রাণিত বোধ করেন।
এ বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে বলেন, “বাংলাদেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ। তারা সম্ভাবনাময় শক্তি, সৃজনশীলতা ও উদ্যমের উৎস। বাংলালিংকে আমরা বিশ্বাস করি, তরুণদের শুধুমাত্র কানেক্টিভিটি সেবাই নয়, পাশাপাশি, ডিজিটাল দুনিয়ায় সফল হওয়ার জন্য প্রয়োজনীয় টুলস ব্যবহারেরও সুযোগ থাকা উচিত। এ ভাবনা থেকেই আমরা রাইজ চালু করেছি। তারুণ্য-কেন্দ্রিক এ ব্র্যান্ড এআই প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে এবং তদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়াবে। বাংলাদেশের তরুণদের প্রতি সম্মান জানিয়ে জানিয়ে আমরা বিশেষ অফার নিয়ে এসেছি। আমাদের এ অফার প্রযুক্তিকে আরও সহজে ব্যবহারযোগ্য ও অর্থবহ করে তুলবে; যা তাদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব রাখবে। কারণ, আমরা মনে করি, তরুণেরা জাগলেই, দেশ এগিয়ে যাবে।”

এ ক্যাম্পেইনের অংশ হিসেবে, ৬ মাসের বিভিন্ন সুবিধাসহ নতুন সিম চালু করা হয়েছে, যেখানে থাকছে ৫০ জিবি ডেটা ও ৩০০ মিনিট। আরও থাকছে, টফির প্রিমিয়াম কনটেন্ট উপভোগ করা ও এআই প্রোডাক্টিভিটি টুল ব্যবহারের সুযোগ। এ সিমের মাধ্যমে তরুণেরা দীর্ঘমেয়াদে কানেক্টিভিটি ও বিনোদনের স্বাধীনতা উপভোগ করবেন।
রাইজের এআই প্রযুক্তিনির্ভর সেবার মধ্যে রয়েছে: যেকোনো ডকুমেন্ট সহজে সংক্ষেপিত করার টুল ‘সামারাইজ,’ লেখার মান উন্নত করার জন্য ‘গ্রামারাইজ’ ও সৃজশীলতা প্রকাশে ‘অ্যাভাটারাইজ।’ এ টুলগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি অ্যাকাডেমিক ক্ষেত্রেও সফলতা অর্জনে ভূমিকা রাখবে। বিনামূল্যে প্রয়োজনীয় এ টুলগুলো ব্যবহারের সুযোগ, বর্তমানে দেশের তরুণদের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে জন্য অর্থবহ ডিজিটাল সমাধান নিয়ে আসার ক্ষেত্রে রাইজের প্রতিশ্রুতিরই প্রতিফলন।
এছাড়াও, তরুণদের চাহিদা অনুযায়ী রাইজ চালু করেছে চারটি নতুন বান্ডল, যেখানে রয়েছে ডেটা ও ভয়েস মিনিট। নিচের বান্ডলগুলোর সাথে রয়েছে আনলিমিটেড ডেটা কলিং এবং টফির প্রিমিয়াম কনটেন্ট দেখা ও এআই প্রোডাক্টিভিটি টুল ব্যবহারের সুবিধা।
স্টার্টার প্যাকে রয়েছে ৯৭ টাকায় ৩ দিনের মেয়াদে ৭ জিবি ডেটা
ব্লেইজ বান্ডলে রয়েছে ১৯৭ টাকায় ৭ দিনের মেয়াদে ২৫ জিবি ডেটা ও ৫০ মিনিট
ভাইব প্ল্যানে ২৯৭ টাকায় ৩০ মেয়াদে জন্য ২৫ জিবি ডেটা ও ২০০ মিনিট
ফ্লাই বান্ডলে রয়েছে ৪৯৭ টাকায় ৩০ দিনের মেয়াদে ৬০ জিবি ডেটা ও ৩০০ মিনিট
