পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে আগে থেকেই ৪টি ব্যাংক লোকসানে রয়েছে। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরও ৫ ব্যাংক।
সম্প্রতি ৩১টি ব্যাংক ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২০২৫) অর্ধবার্ষিকী সময়ে ৫ ব্যাংকের শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকগুলো হচ্ছে- এবি ব্যাংক, ফার্স্ট সিকউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
এবি ব্যাংক

অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) ব্যাংকটির লোকসান হয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১৬ পয়সা।
বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ পয়সা।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ১ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৭৪ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৪ পয়সা।
আইএফআইসি ব্যাংক
অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৩৩ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১২ পয়সা।
এনআরবি ব্যাংক
অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) ব্যাংকটির লোকসান হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১৫ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৩ পয়সা।
সোস্যাল ইসলামী ব্যাংক
অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) ব্যাংকটির লোকসান হয়েছে ৪ টাকা ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫০ পয়সা
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৩ পয়সা।
এছাড়া আগে থেকেই লোকসানের তালিকায় থাকা ব্যাংকগুলো হচ্ছে- গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক পিএলসি।