ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১:০১ অপরাহ্ন

শেষ ম্যাচে জয়, সিরিজ পাকিস্তানের

গতকাল রোববার অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৩ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় পাকিস্তান।

প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ১৮৯ রান, ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে। জবাবে ব্যাট করতে নেমে ১৭৬ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস, ৬ উইকেট হারিয়ে।

বাংলাদেশের বিপক্ষে হারের পর এশিয়া কাপের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়াটা ছিল পাকিস্তানের জন্য জরুরি। আর সেটি দারুণভাবেই করেছে সালমান আলি আগার দল।

এই জয়ের ভিত গড়ে দেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার—সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। এই জুটি স্কোরবোর্ডে যোগ করেন ১৩৮ রান।

৫৩ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন ফারহান, যেখানে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। আইয়ুব করেন ৪৯ বলে ৬৬ রান, হাঁকান ৪টি চার ও ২টি ছক্কা।

পরে দ্রুত বিদায় নেন হাসান নওয়াজ (৭ বল, ১৫ রান) ও মোহাম্মদ হারিস (২ বল, ২ রান)। খুশদিল শাহ ১১ এবং ফাহিম আশরাফ ১০ রানে অপরাজিত থাকেন।

জবাবে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে লড়াই করেছেন অ্যালিক অ্যাথানেজে ও শারফেন রাদারফোর্ড। অ্যাথানেজে করেন ৪০ বলে ৬০ রান, রাদারফোর্ড ৩৫ বলে ৫১ (৪টি চার ও ৩টি ছক্কা)। ওপেনার জুয়েল অ্যান্ড্রু করেন ১৫ বলে ২৪ রান।

শেষ পর্যন্ত লক্ষ্য পূরণে ব্যর্থ হয় ক্যারিবীয়রা। ফলে সিরিজ জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ