ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে যমুনা ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৩১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ২৬৬ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৩১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিটি ব্যাংক ২৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন ২৫ কোটি ৮১ লাখ, উত্তরা ব্যাংক ১৯ কোটি ৪২ লাখ, বেক্সিমকো ফার্মা ১৯ কোটি ৪ লাখ, ব্যাংক এশিয়া ১৭ কোটি ২৮ লাখ, ব্রাক ব্যাংক ১৬ কোটি ৯৫ লাখ, মালেক স্পিনিং ১৪ কোটি ২২ লাখ ও ট্রাস্ট ব্যাংক ১৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।