ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

প্রভাতী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মফিজুর ও ভাইস চেয়ারম্যান মারুফ সাত্তার

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মফিজুর রহমান এবং ভাইস-চেয়ারম্যান হয়েছেন মারুফ সাত্তার আলী। গত রোববার পরিচালনা পরিষদের ১৪১তম বার্ষিক সাধারণ সভায় তাদের নির্বাচিত করা হয়। রোববার প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

পরিচালক পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় ২০২৪ সালের সমাপ্ত অর্থবছরের পরিচালক পরিষদের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় কোম্পানির ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশপূর্বক ২০২৪ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় অনলাইনে যুক্ত ছিলেন কোম্পানির সম্মানিত ভাইস চেয়ারম্যান মারুফ সাত্তার আলী, পরিচালক শাহজাহান কবির, প্রদীপ কুমার দাস, আব্দুর রহমান আনসারী, হাবিবুর রহমান, মিস্ কিশোয়ার আমিন এফসিএ, অডিটর একেএম আমিনুল হক, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, কোম্পানির সচিব মোহাম্মদ মোতাহের হোসেনসহ শেয়ার হোল্ডাররা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ