এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসাবে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ডাচদের বিপক্ষে সিরিজের ক্যাম্পের জন্য ২০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘এ’ দলের সঙ্গে থাকা পাঁচ ক্রিকেটারও যোগ দেবেন ক্যাম্পে।
প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের আগামী ৬ আগস্ট মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। ১৫ আগস্ট থেকে মিরপুরে স্কিল টেস্ট ক্যাম্প শুরু হবে। এরপর ২০ আগস্ট ক্যাম্প যাবে সিলেটে।
২০ জনের প্রাথমিক দলে আছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, নাহিদ রানা ও খালেদ আহমেদ। এছাড়া ‘এ’ দলের সঙ্গে থাকা নাইম শেখ, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসানকে রাখা হয়েছে ডাচ সিরিজের ক্যাম্পে।
বিসিবির ঘোষিত প্রাথমিক দল: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাইম শেখ (এ দল), সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদি, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ (এ দল), তাসকিন আহমেদ, তানজিম সাকিব সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান (এ দল), মাহিদুল ইসলাম অঙ্কন (এ দল), সাইফ হাসান (এ দল)।