ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৬:২৮ অপরাহ্ন

তিতাস গ্যাস সহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (৪ আগস্ট) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি । এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা  বা ৯.৫২ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৩ টাকা দরে লেনদেন হয়।


দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১  টাকা ৫০ পয়সা বা ৭.৬৯ শতাংশ।

আর  বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ১ টাকা  বা ৬.৯৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সমতা লেদার ৬.৫৪ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্স ৫.৯৮ শতাংশ, বাংলাদেশ সাবমিরন কেবল কোম্পানি ৫.৯৪ শতাংশ, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ৫.৪৭ শতাংশ, এস.আলম কোল্ড রোল্ড স্টিল ৫.১৫ শতাংশ, ইনডেক্স এগ্রো ৪.৭৯ শতাংশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ৪.০২ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ