ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২০৭টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ট্রাস্ট ব্যাংক পিএলসির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২ টাকা ১০ পয়সা বা ৮.৯৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল মিলস। আজ কোম্পানিটির দর ২০ পয়সা বা ৫.৮৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ২০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সাউথবাংলা এগ্রিকালচারাল ব্যাংক। আজ কোম্পানিটির দর ৫০ পয়সা বা ৫.৪৯ শতাংশ কমেছে।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্সের ৫.২৬ শতাংশ, ইউসিবি ৫.১৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ৫ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৪.৮৭ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৪.৭১ শতাংশ, ওয়ান ব্যাংকের ৪.৪৪ শতাংশ ও মেট্রো স্পিনিংয়ের ৪.২০ শতাংশ দর কমেছে।