সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৫০ মিনিটে ডিএসইতে ৬২৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার লেনদেনের প্রথম দ্বিতীয় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৯টির, দর কমেছে ৭৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
