কম্বোডিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার পরিকল্পনা করেছে। থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ বন্ধে ট্রাম্পের ভূমিকার জন্য এই মনোনয়ন দেওয়া হবে।
শুক্রবার (১ আগস্ট) কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী সান চানথোল এ তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনে পাঠানো এক বার্তায় চানথোল এই মনোনয়নের বিষয়টি স্বীকার করে বলেন, ‘হ্যাঁ’। এর আগে নমপেনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা করেন এবং তাকে নোবেল পুরস্কারের যোগ্য বলে উল্লেখ করেন।
গত সপ্তাহে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ হয়। এ সময় ট্রাম্প ফোন করে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। পরে মালয়েশিয়ার মধ্যস্থতায় সোমবার দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হয় এবং তিন লাখের বেশি মানুষ সীমান্ত এলাকা থেকে বাস্তুচ্যুত হয়।
হোয়াইট হাউসও ট্রাম্পের ভূমিকাকে ‘ফলপ্রসূ’ বলে অভিহিত করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে বলেন, ট্রাম্পের কারণেই এই শান্তি সম্ভব হয়েছে। তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক!

এর আগে জুন মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষে মধ্যস্থতা করায় ট্রাম্পকে নোবেল দেওয়ার সুপারিশ করে পাকিস্তান। গত মাসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ট্রাম্পের নাম প্রস্তাব করেন।