ঢাকা, শনিবার, ২ অগাস্ট ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমলেও বেড়েছে বাজার মূলধন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ফিরেছে ৪ হাজার ২১৬ কোটি ৩৯ লাখ টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১২ হাজার ২২৩ কোটি ৪০ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ৮ হাজার ৭ কোটি টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে  দশমিক ৬০ শতাংশ বা ৪ হাজার ২১৬ কোটি  ৩৯ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৪ হাজার ১৯৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার  ২৯৭ কোটি ২৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১০২ কোটি ৯২ লাখ  টাকার লেনদেন বেড়েছে।


এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫১ দশমিক ৩৮ পয়েন্ট বা  দশমিক ৯৫ শতাংশ বেড়ে  ৫ হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৪.৫৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৪ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই এস বা শরীয়াহ সূচক। সূচকটি ২ দশমিক ০৮ পয়েন্ট কমে ১ হাজার ১৭০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ২২২টির এবং অপরবর্তিত রয়েছে ৩১টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ