বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় নির্বাচনের প্রেক্ষাপটে খুলনায় আয়োজিত হলো প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় খুলনা মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে ড্যাব খুলনা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ড্যাব কেন্দ্রীয় নির্বাচনকে ঘিরে গঠিত অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক এবং অধ্যাপক ডা. আব্দুস শাকুর খানের নেতৃত্বাধীন প্যানেলের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন খুলনা মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি ডা. শেখ আখতারুজ্জামান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. সালেহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক বলেন, ‘আমরা এমন একটি ড্যাব চাই, যেখানে থাকবে না কোনো বিভেদ, বিশৃঙ্খলা বা গ্রুপিংয়ের রাজনীতি। আমার সভাপতিত্বকালে যেভাবে ঐক্যবদ্ধভাবে সংগঠন চলেছে, আমরা ঠিক সেই রকম একটি পরিবেশ ফেরাতে চাই। অতীতে আমরা যদি ভালো কিছু করে থাকি, তবে সেই কাজের প্রমাণ দেখেই আমাদের ভোট দেবেন—না হলে দেবেন না।’
তিনি আরও বলেন, ‘ড্যাব এখন অনেক বড় সংগঠন। চিকিৎসকদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। কিন্তু তাদের মধ্যে কি আগের মতো আন্তরিকতা, যোগাযোগ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে? অনেকেই আজ বিভক্ত হয়ে পড়েছেন। কেন্দ্রীয় ড্যাবকে অনুরোধ করব—যেখানে সমস্যা রয়েছে, সেসব জায়গায় কমিটিগুলোর মধ্যে সম্প্রীতি ও ঐক্য নিশ্চিত করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্য দেন ড্যাব খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুস শাকুর খান, ডা. মো. শাহজাহান আলী এবং ড্যাব খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো. মোশাররফ হোসেন।
বক্তারা বলেন, দেশের চিকিৎসকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ড্যাবকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও পেশাভিত্তিকভাবে সংগঠিত হতে হবে। নির্বাচনের মাধ্যমে নেতৃত্বে পরিবর্তন আসুক—তবে সেটি যেন বিভাজনের পরিবর্তে সংহতি ও সুসংগঠনের ভিত্তি গড়ে তোলে।
সভায় খুলনার বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ ও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত ড্যাব-সমর্থিত চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল কেন্দ্রীয় নির্বাচনকে সামনে রেখে ড্যাব নেতাদের সঙ্গে মাঠ পর্যায়ের চিকিৎসকদের মতবিনিময়ের এক গুরুত্বপূর্ণ আয়োজন।