ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (২৮ জুলাই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে রহিম টেক্সটাইল লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১৫ টাকা ২ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৩ শতাংশ।
আর সাউথইস্ট ব্যাংক পিএলসি ৮০ পয়সা বা ৯.৬৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রিপাবলিক ইন্স্যুরেন্স ৭.৮৫ শতাংশ, তমিজ উদ্দিন টেক্সটাইল ৭.০৯ শতাংশ, সিমেটক্স ইন্ডাস্ট্রিজ ৬.৮৭ শতাংশ, দেশ গার্মেন্টস ৬.৭২ শতাংশ,ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস ৬.৬৬ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৫২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৬.৪৫ শতাংশ দর বেড়েছে।