ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৪:১৫ পূর্বাহ্ন

চেয়ারম্যান পদ ফিরে পেলেন আলোচিত সাংবাদিক হত্যার প্রধান আসামি

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে পুনরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) এ.কে.এম. আব্দুল্লাহ-বিন-রশিদ।

মাহমুদুল আলম বাবু জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৪ নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের পর তিনি গ্রেফতার হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ২০২৩ সালের ২০ জুন তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।

সাংবাদিক হত্যার ঘটনায় কারাবন্দি থাকা অবস্থায় মাহমুদুল আলম বাবু জামিনে মুক্ত হয়ে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। তার রিটের প্রেক্ষিতে ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি আদালত ৬ মাসের জন্য বরখাস্তের আদেশ স্থগিত করেন।

হাইকোর্টের আদেশের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানার স্বাক্ষরিত এক অফিস আদেশে বাবুকে চেয়ারম্যান পদে পুনর্বহাল করার নির্দেশ দেওয়া হয়।

আদালতের ছয় মাসের স্থগিতাদেশ ১৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ায়, মাহমুদুল আলম বাবুর মেয়াদ শেষ হবে আগামী ১৮ আগস্ট। ফলে তিনি আর মাত্র ২০ দিন চেয়ারম্যান পদে থাকতে পারবেন।

২০২৩ সালের ১৪ জুন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম পেশাগত দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরে সন্ত্রাসীদের হামলার শিকার হন। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাদিম ছিলেন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ২৪.কম–এর জামালপুর জেলা প্রতিনিধি। ঘটনার তিন দিন পর নিহতের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মোট ২২ জনকে অভিযুক্ত করা হয়। ঘটনার দিনই তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল রহমান বলেন, বাবু চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন বলে একটি চিঠি পেয়েছি। তিনি উচ্চ আদালতে রিট করার পরেই এই পদক্ষেপ এসেছে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উপপরিচালক, স্থানীয় সরকার) এ.কে.এম. আব্দুল্লাহ-বিন-রশিদ বলেন, হাইকোর্ট ৬ মাসের জন্য বরখাস্ত আদেশ স্থগিত করেছে। সে অনুসারে মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে। সেই অনুযায়ী তাকে পদে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বকশীগঞ্জ ইউএনও মো. মাসুদ রানার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ