ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৪:২১ পূর্বাহ্ন

রংপুরে হিন্দুপল্লীর ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলো মেরামত করে দিচ্ছে প্রশাসন

রংপুরের গঙ্গাচড়ার আলদাদপুরে মহানবী সা. নিয়ে এক হিন্দু কিশোরের ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার জেরে দুর্বৃত্তদের হামলায় ভাঙচুর হওয়া ঘরগুলো মেরামত করে দিচ্ছে সরকার। এলাকাবাসী এবং প্রশাসনের সহযোগিতায় ওই হিন্দুপল্লীতে ক্রমেই আতঙ্ক কাটছে বলে জানিয়েছেন অধিবাসীরা।

আজ মঙ্গলবার সকাল ৯টায় গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলদাদপুর ছয় আনি বালাপাড়া হিন্দুপল্লীতে সরেজমিনে দেখা গেছে গংগাচড়া উপজেলা ইউএনও কার্যালয়ের উদ্যোগে ভাঙচুর হওয়া ঘরগুলো মেরামত করে দেয়া হচ্ছে। সরকারি টিন এবং সরকারের মিস্ত্রি খরচে চলছে ঘরের বেড়া ও ছাদের টিন লাগানোর কাজ। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান মৃধা নিজেই কাজ মেরামত কার্যক্রম তদারকি করছেন। পাশাপাশি প্রতিটি হিন্দু পরিবারের সাথে কথা বলছেন তিনি। আশ্বস্ত করছেন পাশে থাকার। এরই মধ্যে বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় যারা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তারাও নিজ বাড়িতে ফিরেছেন। তারাও মিস্ত্রিদেরকে কাজে সহযোগিতা করছেন।

তবে এদিন দুপুর ১টায় ফেসবুকে আপত্তিকর পোস্ট প্রদানকারী রঞ্জন রায়ের বাবা এবং তার চাচা জয়চাঁদ এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাড়িতে ফেরেননি।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান মৃধা জানিয়েছেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা রঞ্জন রায়ের বাবা সুজন চন্দ্র রায় এবং চাচা জয়চাদের সাথে কথা বলেছেন। তারাও আজকের মধ্যেই বাড়িতে ফিরবেন। তবে রঞ্জন রায়ের বাবা সুজন চন্দ্র রায় হাসপাতালে থাকায় তিনি দেরিতে ফিরবেন। তিনি আরো জানান, মোট ২২টি ঘরে দুর্বৃত্তরা হামলা চালায়। এর মধ্যে পাঁচ থেকে ছয়টি ঘর পূর্ণাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। আর বাকি ঘরগুলোর টিনের বেড়া সামান্য ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে সবগুলো ঘর নতুনভাব ঠিক করে দেয়া হবে।

এছাড়াও একটি পরিবার অভিযোগ করেছে তাদের টিউবওয়েল নেই। সেটিও বসিয়ে দেয়া হবে। তাদের নিরাপত্তার জন্য যা যা করার করা প্রয়োজনয় উদ্যোগ নেয়া হয়েছে। এখন আর এখানে কোনো আতঙ্ক নেই। স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

ইউএনও আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যিনি দোষ করবেন আইনি কাঠামোতে তার বিচার হবে। কিন্তু আমরা হিন্দু-মুসলমান কাঁধে কাঁধ রেখে আগের মতো বসবাস করবো। যে ঘটনাটি ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ