ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে এসিআই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভ্যান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নতুন সহযেগী প্রতিষ্ঠান গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৮ জুলাই) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এসিআইয়ের নতুন সহযোগী প্রতিষ্ঠানের নাম হবে ”এসিআই বায়োসাইন্স লিমিটেড”। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২৫ কোটি টাকা ধরা হয়েছে। সহযোগী প্রতিষ্ঠানে এসিআইয়ের ৯০ শতাংশ মালিকানা থাকবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে নতুন কোম্পানি গঠন করতে পারবে এসিআই।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন