ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

সহযোগী কোম্পানি বিক্রি করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠান ইতালিতে অবস্থিত এক্সচেঞ্জ হাউজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২৭ জুলাই) পরিচালনা পর্ষদের বৈঠকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, এক্সচেঞ্জ হাউজটির নাম ফার্স্ট সিকিউরিটি এক্সচেঞ্জ ইতালি এসআরএল। এটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শতভাগ মালিকানাধীন সহযোগী কোম্পানি। যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের কাছে এক্সচেঞ্জ হাউজটি বিক্রি করা হচ্ছে। তবে, কত টাকায় এটি বিক্রি করা হচ্ছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন