দক্ষিণ জার্মানির বাডেন-উরটেমবার্গ অঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর ডয়েচে ভেলের।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটিতে শতাধিক যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনায় অন্তত দুইটি কামরা লাইনচ্যুত হয়। ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির দমকল বাহিনীর মুখপাত্র ডিডাব্লিউকে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কীভাবে ট্রেনটি লাইনচ্যুত হলো, তা এখনো স্পষ্ট নয়। তবে রোববার বিকেলে সেখানে ঝড় হয়েছিল বলে জানা গেছে।
তার ফলে এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ঘটনার পর সমস্ত আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিডাব্লিউ-র রিপোর্টার জানিয়েছেন, যে যাত্রীরা আহত হননি, তাদের স্থানীয় গ্রামের কমিউনিটি হলে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন।
ঘটনাস্থলে পুলিশ এবং দমকলকর্মীদের পাশাপাশি জাতীয় উদ্ধারকারী দল এবং সেনাও পৌঁছেছে। সাধারণ মানুষও তাদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছে বলে ভিডিও ফুটেজে দেখা গেছে।
ঘটনাস্থলে এখনও কেউ আটকে আছে কি না তা দেখার জন্য পুলিশ কুকুরও নিয়ে যাওয়া হয়েছে। যে সমস্ত জায়গায় উদ্ধারকারীরা এখনো ঢুকতে পারছেন না, সেখানে কুকুরের সাহায্য নেওয়া হচ্ছে। সোমবার ঘটনাস্থলে বড় ক্রেন নিয়ে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে সরানো হবে বলে জানা গেছে।