ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২৩০টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে উত্তরা ফাইন্যান্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৮.২৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। আজ কোম্পানিটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৬.৪৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ৬০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স। আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৬.২৭ শতাংশ কমেছে।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৮৫ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৫.১৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৫.১২ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৫.০৮ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫ শতাংশ,ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৪.৬৮ শতাংশ, ইউসিবির ৪.৪৬ শতাংশ দর কমেছে।