ঢাকা, শনিবার, ২ অগাস্ট ২০২৫, ১:১৯ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থান বিএটিবিসির দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটবিসি)। কোম্পানিটির আজ ৩৯ কোটি ৩৩ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৭ হাজার ৮৬৩ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ব্যাংক ২০ কোটি ৮৬ লাখ, ব্রাক ব্যাংক ১৯ কোটি ২৩ লাখ, লাভেলো আইসক্রিম ১৮ কোটি ৬৯ লাখ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ১৮ কোটি ৫৬ লাখ, খান ব্রাদার্স ১৭ কোটি ৮৮ লাখ, ব্যাংক এশিয়ার ১৫ কোটি ১ লাখ ও আইএফআইসি ব্যাংকের ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন