ভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী ও রুমেলিয়া সিরাজাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

শনিবার (২৬ জুলাই) রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তারা জবানবন্দি দেন।
এর আগে ওই নারীকে ট্রেন থেকে নামিয়ে পাশের বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে শহরের ঘারিন্দা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ পাওয়ার পর শনিবার সকালে তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পরে তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ঘারিন্দা এলাকার সজীব, দুলাল ও রূপ মিয়া। এদের মধ্যে রূপ মিয়া একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। ধর্ষণের শিকার ওই নারী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা এবং তিনি পেশায় গৃহকর্মী।
পুলিশ জানায়, শুক্রবার রাতে ওই নারী ভুল করে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রেনের বদলে উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেসে উঠে পড়েন। পরে টাঙ্গাইল রেলস্টেশনে নেমে যাত্রীদের কাছে জানতে পারেন যে, তিনি ভুল ট্রেনে উঠেছেন।
রাত সাড়ে ১০টার দিকে স্টেশনে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে জানান, যমুনা সেতু পূর্ব ইব্রাহিমবাদ রেলস্টেশন থেকে ঢাকাগামী ট্রেনে উঠা যাবে। এরপর পুলিশ তাকে ট্রেনে তুলে দেয়।
তবে ওই সময় অভিযুক্ত তিন যুবক কৌশলে তাকে ট্রেন থেকে নামিয়ে পাশের একটি বাগানে নিয়ে যান এবং সেখানে তাকে দলবদ্ধ ধর্ষণ করেন। পরে রূপ মিয়ার বাড়িতে নিয়ে গিয়ে আবার ধর্ষণ করা হয়।
পরদিন শনিবার সকালে ওই নারী টাঙ্গাইল রেলস্টেশনে এসে পুলিশকে বিস্তারিত জানান। এরপর রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।