মালদ্বীপ ও ভারতের সম্পর্ক গত বছর থেকে নতুন মোড় নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপে থাকা অবস্থায় মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ মুইজ্জু প্রকাশ্যে ভারতকে মালদ্বীপের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত মিত্র হিসেবে অভিহিত করেছেন। এই মন্তব্য দুই দেশের মধ্যে সখ্যতা ও সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
শুক্রবার (২৫ জুলাই) মালদ্বীপের রাজধানী মালেতে দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকের পর এই মন্তব্য করেন মুইজ্জু। ভারত মালদ্বীপকে ৫৬ কোটি ৫০ লাখ ডলারের ঋণ দিচ্ছে, যা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার বহিঃপ্রকাশ। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সাময়িক দূরত্ব থাকলেও বর্তমান সময়ের আলোকে এই ঋণদানের মাধ্যমে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি ও মুইজ্জুর প্রশংসা সামনে এসেছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ মুইজ্জু, যিনি ‘ভারত খেদাও’ ক্যাম্পেইন করে ক্ষমতায় এসেছিলেন, গত বছর থেকে ভারতের প্রতি সুর পাল্টিয়েছেন এবং এখন ভারতের প্রতি গভীর সম্মান প্রকাশ করছেন। তিনি বলেন, “ভারত দীর্ঘদিন ধরে আমাদের সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত অংশীদার।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মোদির সঙ্গে বৈঠকে উন্নয়ন অংশীদারিত্ব, অবকাঠামো সহায়তা, সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু কর্মকাণ্ড এবং স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের আগে মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান প্রেসিডেন্ট মুইজ্জু, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লাহ খলিল এবং অন্যান্য শীর্ষ সরকারি কর্মকর্তারা। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমসের।
