ঢাকা, শনিবার, ২ অগাস্ট ২০২৫, ৫:৫০ অপরাহ্ন

পন্টিংকেও ছাড়িয়ে গেলেন রুট

৩৮তম সেঞ্চুরির দিনে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হলেন ইংল্যান্ডের জো রুট।

ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন এই কীর্তি গড়েন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। টেস্ট তার চেয়ে বেশি রান এখন কেবল ভারতের কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের, ৩২৯ ইনিংসে ১৫ হাজার ৯২১।

এই টেস্টের আগে ১৫৬ ম্যাচে ৩৭ সেঞ্চুরি ও ৬৬ হাফ-সেঞ্চুরিতে ১৩ হাজার ২৫৯ রান নিয়ে লংগার ভার্সনে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক ছিলেন রুট।

ভারতের বিপক্ষে চলমান ম্যাচে ইংল্যান্ডের প্রথম ইনিংসে টেস্ট ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি পূর্ণ করেন রুট। ব্যক্তিগত ১২০ রানে পৌঁছে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি।

এই ইনিংস খেলার পথে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস ও ভারতের রাহুল দ্রাবিড়কে টপকে দ্বিতীয় স্থানে ওঠেন রুট।

রুট ১৫৭ টেস্টে ১৩ হাজার ৩৭৯ রান (১২০ রানে থাকা অবস্থায়) নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন।

এরপর তৃতীয় থেকে পঞ্চম স্থানে আছে যথাক্রমে- পন্টিং (১৬৮ টেস্টে ১৩ হাজার৩৭৮ রান), ক্যালিস (১৬৬ টেস্টে ১৩ হাজার ২৮৯ রান) এবং দ্রাবিড় (১৬৪ টেস্টে ১৩ হাজার ২৮৮ রান)।

ইংলিশ তারকা ব্যাটসম্যানের চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে আর কেবল তিনজনের। তার সমান ৩৮ সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কান গ্রেট কুমারা সাঙ্গাকারা। রিকি পন্টিংয়ের সেঞ্চুরি ৪১টি, ক্যালিসের আছে ৪৫টি। আর টেন্ডুলকারের ৫১টি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ